বাজিতপুর সংবাদদাতা ।।
বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের নয়াহাটি গ্রামে যৌতুকের টাকা না পাওয়ায় পাষণ্ড স্বামী তার স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে।
১২ বছর আগে মো. সাগর মিয়ার সাথে পাশের গ্রামের ঝরণা আক্তারের বিয়ে হয়। বিগত বছর থেকে যৌতুকের টাকার জন্য সাগর মিয়া তার স্ত্রী ঝরণার উপর বিভিন্ন সময় নির্যাতন করত। যৌতুকের টাকা দিতে না পারায় গত মঙ্গলবার গভীর রাতে স্বামী সাগর মিয়া তার স্ত্রী ঝরণাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকালে ময়নাতন্তের জন্য ঝরণার লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ।