“সাংবাদিকরাই পারে লেখনিতে সমাজের চিত্র তুলে ধরতে”

সাংবাদিকরাই পারে তাদের লিখনির মাধম্যে সমাজের আসল চিত্র তুলে ধরতে। সাংবাদিকদের সহযোগিতায় রায়নগর ই্উনিয়ন তথা মহাস্থান এলাকার অন্যায় অপরাধ বন্ধ করা সহজ হবে। আসুন সাংবাদিক, সর্বসাধারণ সকলে কাধে কাধ মিলিয়ে রায়নগর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলি। ঐতিহাসিক মহাস্থানকে আধুনিক ও আন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র হিসাবে, যেন স্বীকৃতি পায় সে জন্য, সাংবাদিকদের বেশি বেশি করে লেখালেখি করতে হবে। সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে, রায়নগর ইউনিয়নের সফল চেয়ারম্যানকে সংবর্ধনা ও মহাস্থান প্রেস ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে, উপরোক্ত কথাগুলো বলেন, পুনরায় নির্বাচিত রায়নগর ইউপির চেয়ারম্যান, মহাস্থান প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ফিরোজ আহম্মেদ রিজু। মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর রহিম সাজু, বক্তব্য রাখেন নামুজা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাজু আহম্মেদ, ছাত্রলীগ সভাপতি শিবগঞ্জ উপজেলা রেজ্জাকুল ইসলাম রাজু, বিশিষ্ট ব্যবসায়ী হায়দার আলী, আব্দুল আলিম, মোশারফ হোসেন, বেলাল হোসেন, সিরাজুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুল মালেক, সুমন ইসলাম, রুবেল, শরিফুল ইসলাম, সুমন মিয়া।

mohasthan_press

এসময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শমশের নূর খোকন, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, দ্প্তর সম্পাদক আব্দুর বারী, ধমীয় সম্পাদক ফজললু হক, তথ্য প্রযুক্তি সম্পাদক সানাউল হক সানা, নির্বাহী সদস্য আব্দুল বাছেত, কে.এম আমিনুল ইসলাম, এস.আই সুমন, সদস্য আজিজুল হক বিপুল, নূর-নবী, তাহেরা জাহান লিপিসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান। মহাস্থান (বগুড়া) প্রতিনিধি

Similar Posts

error: Content is protected !!