সংবাদদাতা ।।
নিকলীতে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসবে পূণ্যার্থীরা নদীর জলে স্নান করে পাপ মোচনের জন্য প্রার্থনা করেছেন। নিকলী সদর ইউনিয়নের ষাইটধার কালী মন্দিরের পাশে (গরু চড়ার ঘাট নামে পরিচিত) স্নান শেষে পূণ্যার্থীরা প্রসাদ বিতরণ ও পূজা-অর্চনায় অংশ নেন।
ছবি : গোবিন্দ গোপাল দেবনাথ (দেবল)-এর এফবি টাইমলাইন