সংবাদদাতা ।।
করগাঁওয়ের একটি ভটভটি নিকলীর হাওর থেকে ধানবোঝাই করে বরাবরের মতো নিকলী থেকে করগাঁও হয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে পথে করগাঁও-নিকলী হাওরের পইতানিয়া ব্রীজে উঠার পথে ধানভর্তি ভটভটি উল্টে যাওয়ার উপক্রম হয়। তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে ভটভটির ড্রাইভার লাফিয়ে পড়ে বেঁচে যায়। কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ছবি : গোবিন্দ গোপাল দেবনাথ (দেবল)-এর এফবি টাইমলাইন