ত্রিমুখী লড়াই সিংপুর ইউনিয়নে

আবদুল্লাহ আল মহসিন ।।
উপজেলার প্রত্যন্ত হাওর এলাকা সিংপুর ইউনিয়ন। এ বছর ফসল কাটার সময়ে নির্বাচন হলেও সেখানে নির্বাচনকেন্দ্রিক উৎসব-আমেজের কম নেই। ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোর হতেই ধান কাটতে জমিতে চলে গেছেন বেশিরভাগ মানুষ। তাই হাওরেই ছুটছেন প্রার্থী-সমর্থকরা। এবার দলীয় ও স্বতন্ত্রভাবে ৩ জন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। পর্যবেক্ষক মহল তাই ধারণা করছেন লড়াইটা শেষ-মেষ ত্রিমুখী রূপ ধারণ করবে।

বাংলাদেশ আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত ৫ বার চেয়ারম্যান হয়েছেন। এত দীর্ঘ সময় কিশোরগন্জে আর কোথাও কোনো চেয়ারম্যান নেই বলে তিনি বলেন। এবার দলীয় নির্বাচনেও জনগণের রায়ে বিজয়ী হওয়ার আশা প্রকাশ করছেন। এই প্রতিবেদককে তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে ৬ষ্ঠবারের মতো সিংপুর ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচন করবেন।

অপরপক্ষে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ। তরুণ এই নেতা প্রথমবারের মতো নির্বাচনের মাঠে ঘুরছেন। তিনি বলেন, নির্বাচন দলীয় সমর্থন নিয়ে এসেছি। সিংপুর ইউনিয়ন অবকাঠামো শিক্ষায় চিকিৎসায় অনেক পিছিয়ে আছে। অনগ্রসর এই ইউনিয়নের উন্নয়নে এবার আশা করছি জনগণ আমাকে নির্বাচিত করবেন।

অপরদিকে আরেক শক্তিমান প্রার্থী আনারস প্রতিকে আছেন ভাটি বরাটিয়ার আনোয়ার হোসেন। তিনি যুবদল নেতা হলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার নিজ গ্রামে একমাত্র প্রার্থী হওয়ায় এলাকার ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এমনটি হলে ত্রিমুখী লড়াই অনিবার্য।

চলমান নির্বাচন নিয়ে নানা গুন্জন আর মুখরোচক আলোচনার শেষ নাই। কথা হয়েছে নানা শ্রেণীর মানুষের সাথে। তারা জানিয়েছেন নিজস্ব মতামত। টেঙ্গুরিয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, আগামী ২৩ তারিখেই বোঝা যাবে। ৩ জন প্রার্থী হওয়ায় এখনও কিছু বোঝা যাচ্ছে না।

 

পড়ুন গুরুই ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : গুরুই ইউনিয়নে নৌকা আর ধানের শীষের লড়াই

পড়ুন কারপাশা ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : কারপাশা ইউনিয়নে দলীয় প্রভাব সৃষ্টি করতে পারছে না

পড়ুন ছাতিরচর ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : ছাতিরচরে ভোট চাইতে খলায় খলায় ঘুরছেন প্রার্থীরা

পড়ুন জারুইতলা ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : জারুইতলায় বিদ্রোহীরা দলীয়দের বেকায়দায় ফেলতে পারেন

Similar Posts

error: Content is protected !!