মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শনিবার ১৬ এপ্রিল দিনব্যাপী শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঐতিহাসিক মহাস্থানের মনিং সান কেজি স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রায়নগর ইউনিয়নের পর পর দুইবার নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, মহাস্থান মহা বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব আবু খায়ের, সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মহাস্থান আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুলাহ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম দুলাল, শিবগঞ্জ উপজেলা জাপার সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, মর্নিং সান কেজি স্কুলের প্রধান শিক্ষক হাফিজার রহমান, সাজেদুর রহমান সাজু অন্যান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুফি আলম, আলহাজ্ব আজমল হোসেন, মোশারফ হোসেন দুলাল, আবুল হোসেন, নবনির্বাচিত ইউপি সদস্য আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন তোফা, ছানাউল হক সানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক এমদাদুল হক দুলাল।