কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ মাদকসেবীকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জামাদিও জব্দ করা হয়।
জানা যায়, রোববার উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ঘাগৈর গ্রামের ফজলুর রহমানের বাড়িতে ইয়াবা ও গাঁজা সেবনের সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম মাদক সেবন অবস্থায় তেরগাতি গ্রামের আ: হেকিমের ছেলে আ: রহমান (২৯), বাগরাইট গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাদিম মিয়া (২৩), তেরগাতি গ্রামের মৃত আ: হাফিজের ছেলে সোহরাব হোসেন (৩২), কামারকোনা গ্রামের দুলাল মিয়ার ছেলে সবুজ মিয়া (২৮)কে আটক করে। ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।