২৩ এপ্রিল ও ৭ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি

তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ২৩ এপ্রিল ও ৭ মে নির্বাচনী এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।

২৩ এপ্রিল তৃতীয় পর্যায়ের ৬৮৫টি ইউপি এবং ৭ মে চতুর্থ পর্যায়ে ৭৪৩টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় যদি ওই তারিখে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মচারীরা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবেন। বাসস

Similar Posts

error: Content is protected !!