বজ্রপাতে ইটনায় ২ কৃষক মারা গেছেন

সংবাদদাতা ।।

ইটনা উপজেলার হাওর এলাকায় বজ্রপাতে গোলাম মোস্তফা (৩২) ও রুবেল মিয়া (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) সকালে রাঙ্গামাটি হাওর ও আড়ালিয়া হাওরে পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃত রুবেল মিয়া করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ও গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার চৌওহালি এলাকার আব্দুল করিমের ছেলে।

অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে রুবেল মিয়া আড়ালিয়া হাওরে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সকালের দিকে রাঙ্গামাটি হাওরে ধান কাটার সময় বজ্রপাত হলে গোলাম মোস্তফার মৃত্যু হয়।

Similar Posts

error: Content is protected !!