বাদাম সংগ্রহে ব্যস্ত নিকলীর চাষীরা

আমাদের নিকলী ডেস্ক ।।

ধানের পর নিকলীতে আরেকটি ফসল ব্যাপক হারে চাষ করা হয়। তা হলো চিনা বাদাম। হাওরের বালু মাটিতে মাইলের পর মাইল জমি জুড়ে চাষ করা হয় বাদাম। এখন সময় বাদাম উঠানোর।

বাদাম উঠানোয় কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়।
১. ক্ষেত থেকে উঠিয়ে আনা
বাদাম শক্তপোক্ত হলে নির্দিষ্ট সময়ে বাদামসহ গাছগুলো উঠিয়ে আনা হয়। সারবদ্ধভাবে রাখার ফলে অনেক সুন্দর দেখায়।

২. লোকালয়ে আনা
হাওর থেকে নৌকাযোগে লোকালয়ে নিয়ে আসা হয়। কিছু কিছু জমি যেগুলো নদী পার হতে হয় না সেগুলো থেকে গরুর গাড়ি/ ঠেলাগাড়িতে করে আনা হয়।

৩. গাছ থেকে ছাড়ানো
পাড়ায় যখন বাদামবাহী যান এসে পৌছায়, সেখানে একটা প্রতিযোগিতা দেখা যায়। বলে রাখা ভালো, বাদাম গাছ জ্বালানি হিসেবে বেশ ভালো। সেই সুবাদে গাছ থেকে বাদাম ছাড়ানোর কাজটি চুক্তির আওতায় চলে আসে। চুক্তিটা হলো যারা ছাড়াবেন তারা গাছ নিয়ে যাবেন; বাদামগুলো রয়ে যাবে কৃষকের জন্য। বাড়ির ছোট থেকে বড় সবাই মিলেমিশে এই কাজটি করে থাকেন। বাদাম সংগ্রহের সবচে’ আনন্দমুখর সময় এটিই।

ছবি সহযোগিতা : গোবিন্দ গোপাল দেবনাথ (দেবল)

Similar Posts

error: Content is protected !!