নিজস্ব সংবাদদাতা ।।
নিকলীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেউ যেন কোনো প্রকার প্রভাব খাটিয়ে নির্বাচনী পরিবেশকে নষ্ট না করে এ ব্যাপারে আপনারা সর্বাত্মক ভূমিকা পালন করবেন, বলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। তিনি ১৯ এপ্রিল মঙ্গলবার শহিদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নিয়োগকৃত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের ২ দিনব্যাপী অনুষ্ঠিত শেষ দিনে পরিদর্শনে এসে সংক্ষিপ্ত আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, নিকলীতে যে কোন মূল্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যেন হয় সেজন্য আপনাদের কাজ করতে হবে। তিনি জানান, নির্বাচনের দিন আইন-শৃংখলা পরিস্থিতি সুন্দর রাখার জন্য প্রতি কেন্দ্রে ১৫ থেকে ১৮ জন আনসার সদস্য থাকবেন। পুলিশ থাকবেন ৫ থেকে ৭ জন। প্রতি ইউনিয়নে ১০ থেকে ১২ জন র্যাব সদস্য থাকবেন। বর্ডার গার্ড থাকবে ১০ থেকে ১২ জন। আরো ২জন ম্যাজিস্ট্রেট থাকবেন সর্বক্ষণ।
উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল শনিবার উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন বাস্তবায়নের জন্য ৬৪ জন প্রিসাইডিং অফিসার, ২৪০জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৮০০ জন কাজ করবেন।