কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদল সভাপতি হাবিবুর রহমান রাসেল ২৩ দিন কারাভোগের পর মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে।
জানা যায়, ২৬ মার্চ সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ডে জলসিড়ি বাস ভাংচুর মামলায় তাকে গ্রেফতার করে কটিয়াদী থানা পুলিশ। পরদিন কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করে। ২৩ দিন কারাভোগের পর মঙ্গলবার এডভোকেট রফিকুল ইসলাম জীবনের শুনানি শেষে কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের ১নং আদালতের বিচারক মাহবুবুল আলম তার জামিন মঞ্জুর করেন। বিকেলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পেলে কিশোরগঞ্জ জেলা ও কটিয়াদী উপজেলার নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
হাবিবুর রহমান রাসেল জানান, গত ৩১ মার্চ ২য় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষে উপজেলার নয়টি ইউনিয়নে আমি ব্যাপক গণসংযোগ করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিরত রাখার উদ্দ্যেশে পরিকল্পিতভাবে আমাকে গ্রেফতার করেছে।