ঢাকা থেকে কিশোরঞ্জের যুবক চারদিন ধরে নিখোঁজ!

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জের এক যুবক চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১৬ এপ্রিল বিকালে উত্তরা জামতলা এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশসহ নানা জায়গায় দৌঁড়ঝাপ করলেও তার কোন সন্ধান মিলছে না। নিখোঁজ ওই যুবকের নাম মো: জসিম উদ্দিন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের কাজীরগাঁও গ্রামে। বাবার নাম মো. আবুবকর সিদ্দিক। নিখোঁজ হওয়া জসিম উত্তরা জামতলা এলাকায় বসবাস করে জামতলা মার্কেট এলাকায় জসিম টেইলার্স নামে একটি দর্জি দোকান চালাতেন। নিখোঁজ জসিমের কোন সন্ধান না পেয়ে তার বাবা আবুবকর সিদ্দিক ও একমাত্র ছোট ভাই মিলন মিয়া দিশেহারা হয়ে পড়েছেন। স্ত্রী সাথী আক্তারও স্বামীর এমন অন্তর্ধানে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। অবুঝ ১৮ মাস বয়সী একমাত্র সন্তান হাফছা অপরিচিত লোকের আনাগোনার মাঝে কেবলই তার বাবাকে খোঁজে ফিরছে।

Kishoreganj-Jasim

জসিমের বাবা আবুবকর সিদ্দিক জানান, সংসারের অভাব অনটন ঘুচাতে প্রায় ৪ বছর আগে উত্তরার জামতলা এলাকায় দর্জি দোকান শুরু করেন তার ছেলে। এখানে তার ছোট ছেলে মিলন মিয়াও কাজ করেন। গত ১৬ এপ্রিল সকালে ছোট ভাই মিলন পারিবারিক কাজে গ্রামের বাড়ি চৌদ্দশত কাজীরগাঁও চলে আসেন। ওইদিন বিকালে উত্তরা জামতলা এলাকার ভাড়া বাসায় থাকা স্ত্রী সাথী আক্তারকে দোকানের ডেকোরেশনের জন্য গ্লাস আনতে যাওয়ার কথা বলে জসিম বাসা থেকে বের হন। পরে আর জসিম বাসায় ফিরে আসেনি। ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে বাবা আবুবকর সিদ্দিক ও ছোট ভাই মিলন মিয়া উত্তরা জামতলা এলাকায় ছুটে গিয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। এছাড়া জসিমের ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও (০১৯২১-০৩৬৯৮২) বন্ধ রয়েছে। এ অবস্থায় গত ১৮ এপ্রিল দক্ষিণখান থানায় বাবা আবুবকর সিদ্দিক একটি জিডি (নং-৯০৮) করেন।
দক্ষিণ থানার এসআই জহির রায়হান জানান, এ ব্যাপারে জিডির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Similar Posts

error: Content is protected !!