চেয়ারম্যান রিজুকে সংবর্ধনা দিলো কৃষ্ণপুরবাসী

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
শিবগঞ্জ উপজেলার ১২ নং রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর এলাকাবাসীর পক্ষ থেকে পুনরায় নবনির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজুকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।

mohasthan

শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কৃষ্ণপুর ০২নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আঃ ওয়াহাব বাদলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিরোজ আহম্মেদ রিজু। তিনি বলেন, গতবারের মতো এবারও আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে বড় ব্যবধানে নির্বাচিত করেছেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি আমার সাধ্যমত চেষ্টা করে এলাকার যথাসম্ভব উন্নয়ন করবো। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহিম সহকারী শিক্ষক দক্ষিণ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান, শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক আমিনুর ইসলামসহ এলাকাবাসী।

Similar Posts

error: Content is protected !!