আমাদের নিকলী ডেস্ক ।।
গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, ২০ এপ্রিল রাতে দেখা মিলবে সবুজ চাঁদের। যা প্রতি ৪২০ বছর পরপর একবার দেখা যায়। আজ রাতে যদি এই চাঁদ দেখা কেউ মিস করে ফেলে তাহলে তার আবার ৪২০ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আদৌ কি কথাটির কোন সত্যতা রয়েছে?
‘মার্স হোয়াক্স’ নামের একটি পেজ দাবি করেছে যে, আজ রাতে আবার পূর্ণ চাঁদের আগমন ঘটবে। তবে তা চাঁদ নয় একটি লাল প্ল্যানেট। শুন্য মধ্যাকর্ষণের কারণে আজ পৃথিবী ও সেই বিশাল প্ল্যানেট একে অপরের মুখোমুখি হবে। যার ফলে চাঁদ আজ সবুজ রং ধারণ করবে।
নতুন করে তারা আরও জানান, ২০ এপ্রিল রাতে সবুজ চাঁদ দেখা যাবে এবং এরপর আবার ২৯শে মে সবুজ চাঁদের দেখা মিলবে। তবে পূর্ণিমার রাত হবে ২২শে এপ্রিল শুক্রবারে। আজ রাতে ৯০ মিনিটের জন্য চাঁদ সবুজ রং ধারণ করবে বলেও তারা জানিয়েছেন। যেখানে তারা বলেছেন, ৪২০ বছরে একবার দেখা যায় এরকম মুহূর্ত, এখন তারাই বলছেন একমাসের ব্যবধানে দুইবার সবুজ চাঁদ দেখা যাবে!
তাদের ব্যাখ্যায় বলা আছে যে, আজ সৌরজগতের গ্রহপুঞ্জে ব্যাপক উত্থান-পতন হবার ফলে এই বিরল দৃষ্টান্ত দেখতে পাবে পৃথিবীবাসী। ইতিপূর্বে ১৫৯৬ সালে চাঁদ একবার সবুজ রং ধারণ করেছিলেন। মজার বিষয় হল অনেকে এই কথা বিশ্বাস করে রাতের অপেক্ষায় বসে রয়েছে।
তবে space.com ও independent.co.uk জানিয়েছে, এই সকল তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এরকম কোন কিছু আজ ঘটছে না। ইউরেনাস গ্রহের রং সবুজ হলেও তার রংয়ের কারণে চাঁদের রং সবুজ হয়ে যাবার কোন প্রশ্নই উঠে না। তাহলে পৃথিবীর কাছাকাছি আসলে চাঁদের রং কখনও নীল কখনও বা ধূসর দেখা যেত। শুধু আজ নয়, কখনও চাঁদের রং সবুজ হবার সম্ভাবনা নেই। তাই আপনারা নিশ্চিন্তে সাদা আলোর মিষ্টি চাঁদের আনন্দ নিতে পারেন।
উপরোল্লিখিত দুটি প্রতিষ্ঠানের লিংক দেয়া হলো :
Green moon: Sky won’t be lit by a bright green orb tonight even though it is 420
No, the Moon Won’t Turn Green on Wednesday