আমাদের নিকলী ডেস্ক ।।
এবার বেশ আগেই বর্ষার আগমনী বার্তা দেখা যাচ্ছে। আধাপাকা ধান কোনো কৃষক এনেছেন, কারো ফসল পানিয়ে তলিয়ে গেছে। ফসলের মাঠে তাই কৃষকের কান্না লেগেই আছে। আগামী বর্ষার দেখা মিলতে না মিলতেই নিকলী উপজেলার সিংপুর এলাকার রাস্তাঘাট ধসে পড়ছে। নিরাপত্তা দেয়াল না থাকায় একরকম আপসেই ধুয়ে নিচ্ছে নদীর শান্ত পানি। বর্ষার ঢেউ যখন পূর্ণ শক্তি নিয়ে হামলে পড়বে, তখন এই এলাকার বাড়িঘর, রাস্তাঘাটের কী হাল হবে তা সহজেই অনুমেয়। সিংপুরবাসী তাদের দুঃখ-দুর্দশা লাঘবে প্রশাসনসহ নির্বাচিত প্রতিনিধিদের কাছে আকুতি জানিয়েছেন।
ছবি সংগ্রহ : গোবিন্দ গোপাল দেবনাথ (দেবল)