আবদুল্লাহ আল মহসিন ।।
জারুইতলায় বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীদের বেকায়দায় ফেলে দিতে পারেন। জয়-পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে আওয়ামীলীগ, বিএনপি মনোনীত প্রার্থীদের। এমনটাই জানালেন জারুইতলা ইউনিয়নের সাধারণ ভোটারেরা।
এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় বিদ্রোহী ও স্বতন্ত্র মিলিয়ে ৫ জন প্রার্থী হয়েছেন। আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান আজমল হোসেন আফরোজ। তিনি এলাকায় একজন সৎ ও ত্যাগী জনদরদী নেতা হিসেবে পরিচিত। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের কাছে তিনি ছুটে চলছেন অবিরত। তার একজন সমর্থক এস আই রবীন বলেন, এবার জারুইতলায় নৌকা প্রতিকের বিজয় হবে।
বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান রইছ উদ্দীন আহমদ। তিনি এবার ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার রয়েছে দীর্ঘ দিনের নির্বাচনের অভিজ্ঞতা। কিন্তু এবারের দলীয় নির্বাচনে আগের মতো প্রভাব সৃষ্টি করতে পারছেন না। জানালেন হাবশরদিয়া গ্রামের সাইদু মিয়া।
সাজনপুর গ্রামের আওয়ামীলীগ নেতা কামরুল হাসান মানিক চশমা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এখন বিদ্রোহী হয়েছেন। তৃণমূল পর্যায়ে তিনি এবার অনেক সাড়া ফেলেছেন। রুবেল নামের একজন সমর্থক জানান, নতুন মুখ হিসাবে কামরুল ভাই এবার চমক সৃষ্টি করবেন।
দক্ষিণ জাল্লাবাদ গ্রামের আতিউর রহমান লিটন বিএনপির বিদ্রোহী প্রার্থী। গত ২০১১ সালের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি পরাজয় বরণ করেছিলেন। এবার তিনি আনারস প্রতীক পেয়েছেন। তার একজন সমর্থক হাবিবুর রহমান বলেন, এই নির্বাচনে লিটন ভাইয়ের বিজয় আনার জন্য কাজ করছি। এলাকায় তার পরিচিতি রয়েছে ব্যাপক।
স্বতন্ত্র প্রার্থী হিসাবে আবদুল হামিদ ঘোড়া প্রতীকে নির্বাচন করবেন। তিনি এবার সহ মোট ৫ বার প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচিতি থাকলেও প্রভাব সৃষ্টি করতে পারছেন না। দেখা যাক কি হয়। অপেক্ষায় থাকুন ২৩ এপ্রিল শনিবার পর্যন্ত।
পড়ুন গুরুই ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : গুরুই ইউনিয়নে নৌকা আর ধানের শীষের লড়াই
পড়ুন কারপাশা ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : কারপাশা ইউনিয়নে দলীয় প্রভাব সৃষ্টি করতে পারছে না
পড়ুন সিংপুর ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : ত্রিমুখী লড়াই সিংপুর ইউনিয়নে
পড়ুন ছাতিরচর ইউনিয়ন নির্বাচন পর্যালোচনা : ছাতিরচরে ভোট চাইতে খলায় খলায় ঘুরছেন প্রার্থীরা