রাষ্ট্রপতি নিজ এলাকায় আসছেন বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল বৃহস্পতিবার একদিনের সফরে নিজ এলাকা মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম আসছেন। এ সফরকালে তিনি কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ৬শ’ কোটি টাকার সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করবেন। বঙ্গভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি বৃহস্পতিবার বঙ্গভবন থেকে রওনা দিয়ে বেলা ১১টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে মিঠামইনে অবতরণ করবেন। আর দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনি প্রকল্প উদ্বোধন এবং মতবিনিময় সভায় যোগ দিয়ে বিকাল ৪টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে আবার বঙ্গভবনে ফিরে যাবেন।

কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলি মো. শফিকুল ইসলাম জানান, সারা বছর সড়কপথে যাতায়াতের সুবিধার জন্য রাষ্ট্রপতি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা সংযোগ সড়কের নির্মাণ প্রকল্প উদ্বোধন করবেন। তিনি জানান, ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা সদরকে সংযুক্ত করবে। আর এই দীর্ঘ সড়কপথে তিনটি বড় এবং সাতটি ছোট সেতুও নির্মাণ করা হবে। পুরো প্রকল্পের জন্য ৬শ’ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্মাণ কাজ ২০১৮ সনের জুন মাসে শেষ হবে।

এছাড়া অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সঙ্গেও সংযোগ সড়ক নির্মাণ করা হবে বলে নির্বাহী প্রকৌশলি জানিয়েছেন। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে ভৈরব পর্যন্ত ১৩০ কোটি টাকা ব্যয়ে ৫৬ কিলোমিটার সড়ক নির্মণেরও প্রকল্প হাতে নেয়া হয়েছে। মূল পাকা সড়কটি হবে ৩৪ ফুট প্রশস্ত। আর দু’পাশে ৩ ফুট করে হার্ড শোল্ডারসহ সড়কটি মোট ৪০ ফুট প্রশস্ত হবে বলে নির্বাহী প্রকৌশলি শফিকুল ইসলাম জানিয়েছেন। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হয়ে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের চৌদ্দশত এলাকায় একটি বাইপাস সড়কও সংযুক্ত হবে।

হাওরে রাষ্ট্রপতির অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় এমপি ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এম.এ.এন সিদ্দিক, সড়ক যোগাযোগ বিভাগের প্রধান প্রকৌশলি ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলি মো. শাহাবুদ্দিন খান এবং প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলি মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Similar Posts

error: Content is protected !!