প্রথম সন্তান বলে কথা। সেই সন্তানের মুখ দেখতে ভারতে চলমান আইপিএল ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নিজ দেশ জ্যামাইকায়। দেখলেন, খুশিতে আত্মহারা হলেন। তবে ছেলের নাম প্রকাশ করেননি। তবে খুশি নিয়েই তিনি দেশে রওনা হয়েছিলেন।
প্রথম সন্তানের বাবা হচ্ছেন খবরটা আগে থেকেই জানতেন। সে জন্য একদিন আগেই বান্ধবী নাতাশা বেরিজকে সঙ্গ দিতে আইপিএল থেকে নিজ দেশ জ্যামাইকায় ফিরে যান টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বিনোদনদাতা ক্রিস গেইল। অবশেষে বুধবার ছেলে সন্তানের বাবা হলেন গেইল। মা এবং ছেলে দুজনই সুস্থ রয়েছে বলে জানা যায়।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গেইলের সতীর্থ সরফরাজ খান সাংবাদিকদের বলেন, ‘গেইল আজ বাবা হয়েছে। সে তার পরিবার এবং ছেলে সন্তানের সাথে সময় কাটাতে জ্যামাইকা রয়েছে।’
ব্যাঙ্গালুরুর হয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন না গেইল। ২৪ তারিখের পরেই আবার আইপিএল খেলার জন্য ফিরে আসবেন গেইল। এবারের আইপিএলে এখন পর্যন্ত নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি গেইল। দুই ম্যাচ খেলে মাত্র এক রান করেছেন এই দানবীয় ব্যাটসম্যান।