বগুড়ার লাহিড়ীপাড়ায় গাছকেটে প্রাচীর নির্মাণ, মামলা

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নূরুইল গ্রামে প্রভাব খাটিয়ে অন্যের জমিতে গাছ কর্তন ও প্রাচীর নির্মাণ। কোর্টে মামলা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কাজী নূরুইল গ্রামের মরহুম কছিম উদ্দিন পাইকারের ছেলে আব্দুল মোমিন পাইকার, রহিম উদ্দিন পাইকার ও আব্দুর রাজ্জাক পাইকারের কিছু জমি, যাহা সাবেক নায়েব উল্যা পাইকারের নামে লেখা হয়। আব্দুল মোমিন পৈত্রিক সূত্রে পাওয়া জমির ওপর গাছপালা লাগিয়ে ও ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। গত ২০ এপ্রিল সকালে উক্ত জমিতে মৃত জামায়াত উল্যা প্রাং-এর ছেলে শফিকুল ইসলাম বাদশা জোরপূর্বক প্রাচীর নির্মাণ করে। এতে আব্দুল মোমিনের লোকজন বাধা দিতে এলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। তারা গ্রামের সহজ সরল এবং অত্যন্ত গরীব হওয়ায় বগুড়া জেলার সদর থানা সিনিয়র সহকারী জজ আদালতে ১৭/৪/২০১৬ ইং তারিখে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শফিকুল ইসলাম বাদশা’র লোকজনের সাথে কথা বললে তিনি জানান, মামলার ডিক্রির মাধ্যমে আমরা নিজস্ব জমিতে প্রাচীর নির্মাণ করেছি। বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগী মহল প্রশাসনের নিকট জোর দাবি জানান।

Similar Posts

error: Content is protected !!