১ মে থেকে পর্যায়ক্রমে অনিবন্ধিত সিম বন্ধ হয়ে যাচ্ছে

nikli tarana halim

আমাদের নিকলী ডেস্ক ।।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন না করলে ১ মে সকল অনিবন্ধিত সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে।

তিনি বলেন, দুই-একদিন পর আবার কয়েক ঘণ্টা বন্ধ থাকবে। এরপর খুব অল্প সময়ের মধ্যে সিমগুলো পুরোপুরি ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে। আজ সকালে জাতীয় প্রেসক্লাবে‌‌ এয়ারটেল আয়োজিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুন:নিবন্ধন বিষয়ে এক সচেতনতা র‌্যালিতে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, আমরা জানি এ কার্যক্রমের কারণে কিছু সংখ্যক সিম ঝরে পড়বে। আমরা শুরু থেকে যে কথা বলে আসছি, এখনো সে অবস্থানেই আছি। গত দুই সপ্তাহে গ্রাহকদের মাঝ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বর্তমানে দেশে সব মিলিয়ে আমাদের প্রায় ১৩ কোটির উপরে সিম হোল্ডার রয়েছেন। এর মধ্যে প্রায় ৭ কোটির উপরে সিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে সক্ষম হয়েছি। এ ধারা অব্যাহত থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী।

nikli_tarana_halim

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে যে সব বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের জন্য আজ একটি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের জন্য তাদেরকে যেন ১ বছরের সময় দেয়া হয়। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, এ কার্যক্রম সফলভাবে শেষ হলে অবৈধ ভিওআইপিসহ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সহজেই জড়িতরা ঝরে পড়বে।

এসময় আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়েজুর রহমান চৌধুরি, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, এয়ারটেলের সিইও পিডি শর্মা প্রমুখ।

সূত্র : নয়া দিগন্ত

Similar Posts

error: Content is protected !!