‘আজকের সারাদিন’ পত্রিকার সম্পাদক কামরুল আনামের মৃত্যু

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের সারাদিন’ পত্রিকার সম্পাদক ও কিশোর বুক হাউজ-এর মালিক মো: কামরুল আনাম (৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার ভোরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। সর্বশেষ লিভার সিরোসিসে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের কোলকাতায় নেয়া হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার তার মরদেহ দেশে আনা হতে পারে বলে জানা গেছে।

কামরুল আনামের মৃত্যুতে কিশোরগঞ্জের সংবাদকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আমাদের নিকলী ডটকম-সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

Similar Posts

error: Content is protected !!