আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৬ লাখ মেট্রিক টন চাল কেনা হবে।
আজ রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি ধান ২৩ টাকা এবং প্রতি কেজি চাল ৩২ টাকা দরে সংগ্রহ করা হবে।
সভাশেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, আগামী ৫ মে থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হবে এবং এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে।
এ সময় এ্যাডভোকেট কামরুল ইসলাম ধান-চাল কেনার ক্ষেত্রে গত বছরের দর উল্লেখ করেন। তিনি বলেন, সরকার গত বোরো মৌসুমে কেজি প্রতি ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন চাল এবং ২২ টাকা দরে ১ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করে।
খাদ্যমন্ত্রী জানান, এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে ২০ টাকা ৭০ পয়সা এবং প্রতি কেজি চাল উৎপাদনে খরচ পড়ছে ২৯ টাকা। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০ টাকা এবং চালের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২৭ টাকা ৫০ পয়সা বলে তিনি উল্লেখ করেন।
খাদ্যমন্ত্রী সাংবাদিকদের মাধ্যমে চাষিদের উদ্দেশে বলেন, কৃষকের লাভের কথা চিন্তা করেই অতীতের যে কোন সময়ের তুলনায় এবার অধিক পরিমাণে ধান সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, আজকের সভায় জানানো হয়, দেশে বর্তমানে ১০ লাখ ৭৪ হাজার ৪৩১ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। বাসস