দরবেশের খাল কেটে দিয়েছে দুর্বৃত্তরা, শতাধিক একর জমি পানির নিচে

আমাদের নিকলী ডেস্ক ।।
ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের দক্ষিণ ও কাকাইলছেও বাজারের দক্ষিণ পাশের দরবেশের খাল নামে পরিচিত বাধটি মাছ ধরার জন্য ছেড়ে দিয়েছে কতিপয় দুর্বৃত্ত। কালনী ও কুশিয়ারা নদী থেকে ওই খাল দিয়ে পানি প্রবেশ করে গজারিয়া কান্দার শতাধিক একর জমি পানিতে তলিয়ে যায়।

কারা খাল কাটায় জড়িত নাম জানা সত্ত্বেও ভয়ে মুখ খুলতে পারছে না অসহায় কৃষকেরা। নাম না প্রকাশ করার শর্তে গজারিয়া গ্রামের কৃষক জানান, আমাদের গ্রামের আবদুল করিমের ভাই ও তাদের ছেলেরা মিলে মাছ ধরতে রাতে খালটি কেটে দেয়।

তদন্তপূর্বক খাল কাটায় জড়িত সকল অপরাধীর শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে ভুক্তভোগী কৃষকেরা।
nikli-gojaria-dorbesh-khal
সূত্র : হাওরের খবর এফবি টাইমলাইন

Similar Posts

error: Content is protected !!