কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ পৌর যুবদলের নতুন কমিটি গঠিত হয়েছে। জেলা যুবদলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম এ কমিটিতে স্বাক্ষর করেন। পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ও তিন মাসের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটি গঠনের শর্তে গত ২৩ এপ্রিল ৫ সদস্যের কমিটিকে শরীফুল অনুমোদন করেন। নতুন কমিটিতে মো. হুমায়ুন কবীরকে সভাপতি, মো. শফিকুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, মো. আলমগীর হোসাইনকে সাধারণ সম্পাদক, সৈয়দ আলী মোস্তফা তাজবিরকে সহ-সাধারণ সম্পাদক ও মো. নূরুল ইসলাম রুবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এর আগে ১৫ এপ্রিল জেলা কমিটির আহবায়ক পুরনো কমিটিকে স্বাক্ষরের মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করেন।