করিমগঞ্জে মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জ-চামড়া সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো: রুকন মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে চামড়া বন্দর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস নিয়ামতপুর রৌহা এলাকায় এসে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিক্সাকে বাসটি চাপা দেয়। এতে সিএনজি যাত্রী রুকন ঘটনাস্থলেই মারা যান। নিহত রুকন ইটনার চন্দ্রপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে। এ সময় সিএনজিতে থাকা কিশোরগঞ্জ শহরের চরশোলাকিয়া এলাকার রেখা আক্তার (৩৮), হালিমা খাতুন (৪৫) ও সোহানুর রহমান (১৯) গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেক সিএনজিযাত্রী করিমগঞ্জের সুতারপাড়া গ্রামের কুলসুম আক্তারকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। করিমগঞ্জ থানার ওসি জাকির রাব্বানী জানিয়েছেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা করা হবে।

Similar Posts

error: Content is protected !!