আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স ১ম পর্বের (নিয়মিত ও প্রাইভেট) কোর্সের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে গতকাল ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। ১০ মে পর্যন্ত প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) এবং (www.nu.edu.bd) থেকে জানা যাবে। বাসস
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সালের এমএ/এমএসএস/এমবিএস/এমএসসি/ ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আগে প্রকাশিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৮ এপিলের পরিবর্তে ১৭ মে মঙ্গলবার থেকে শুরু হবে। ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
কোনো কারণ দর্শানো ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরিবর্তিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd)-এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়।