মোমিন স্মৃতি সংঘের ক্রিকেট খেলা অনুষ্ঠিত

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
সোমবার বিকালে মহাস্থান কলেজ মাঠে মোমিন স্মৃতি সংঘের উদ্যোগে চূড়ান্ত ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক তাহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাস্থান প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ আনিছুর রহমান মিটু, সাংবাদিক এসআই সুমন, আজিজুল হক বিপুল, আব্দুর বারী, নূরনবী, ক্লাবের সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক নূর ইসলাম,বায়জীদ ইউসুফ, কিরণ, মেহেদীসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। খেলায় মহাস্থান মেমোরিয়াল ক্লাব- মহাস্থান পূর্বপাড়া জুনিয়র ক্লাবকে ৩ উইকেটে পরাজিত হারিয়ে দেয়।

nikli-mosthan-cricket

উল্লেখ্য মোমিন মহাস্থান বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। সে গত ১৮ই এপ্রিল-২০১ইং বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবন্থায় মূত্যবরণ করে। তার নাম অনুসারে তার সহপাঠিরা ক্লাবের নামকরণ করে মোমিন স্মৃতিসংঘ।

Similar Posts

error: Content is protected !!