হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে মহাসড়কের অর্ধেক স্থান দখল করে বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে বুধবার ২৭ এপ্রিল ধান মাড়াইয়ের দৃশ্যটি দেখে মনে হয়েছে এটি ধান মাড়াইয়ের কোনো চাতাল। কিন্ত আসলে বিষয়টি একেবারেই উল্টো। লোকজন জীবনের চরম ঝুঁকি নিয়ে বেপরোয়াভাবে কিশোরগঞ্জ-হোসেনপুর মহাসড়কের অর্ধেক স্থান দখল করে একপাশে মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছেন। অন্যপাশে মাড়াইকৃত ধান ও খড় শুকানোর কাজ করছেন। একটু বৃষ্টি হলেই খড়ের ওপর যানবাহন ব্রেক কষলেই ঘটছে দুর্ঘটনা। এ যেন দেখার কেউ নেই।