কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
স্বাধীনতার ৪৬ বছর পার হয়ে গেলেও নকল নবিসদের চাকুরি স্থায়ীকরণ হয়নি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে আট আনা পৃষ্ঠায় ভলিয়ম লেখা শুরু হয় যা ৪৬ বছর পর ২৪ টাকায় উন্নীত হয়েছে। তাও আবার ১২ মাস যাবত বন্ধ রয়েছে তাদের মজুরি। অত্র কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত আছেন ৩৫ জন নকল নবিস। তাদেরই একজন জবা কুসুম। নকল নবিসের পারিবারিক এবং সামাজিক চিত্র তুলে ধরতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। তার বক্তব্যে উপস্থিত লোকজনের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠে। দাবি আদায়ের লক্ষ্যে তারা একাট্টা হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।
বুধবার কিশোরগঞ্জের কটিয়াদী সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত এক্সট্রা মোহরার (নকল নবিস)দের জাতীয় স্কেলভুক্ত চাকুরি স্থায়ীকরণের এক দফা দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নসিব) এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কলম বিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের লক্ষে তা আগামী ২ মে পর্যন্ত চলবে। সমাবেশে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম দুলাল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবীর হোসেন। নকল নবিসদের দাবির সাথে দলিল লেখক ও ভেন্ডার সমিতি একাত্মতা ঘোষণা করে তাদের সমাবেশে অংশগ্রহণ করেন।
কটিয়াদী উপজেলা সাব-রেজিস্ট্রার আজাহারুল ইসলাম বলেন, নকল নবিসগণ দীর্ঘদিন থেকেই অবহেলিত। তাদের এটা ন্যায্য দাবি।