আমাদের নিকলী ডেস্ক ।।
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে আগামী ৫ বছরের অপারেশনাল প্ল্যানে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আজ বুধবার সচিবালয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) এক প্রতিনিধি দলের সাথে মত বিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী পাঁচ বছরের অপারেশনাল প্ল্যান-এ কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ের সাধারণ মানুষের নাগালে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ইতোমধ্যে এই কার্যক্রমের সাফল্য সারা বিশ্বে উদাহরণ হিসাবে প্রশংসিত হয়েছে। আগামীতে এই প্রকল্প আরো জোরালোভাবে অব্যাহত রাখতে সরকার সচেষ্ট।
কোন মহলের প্ররোচনায় বিভ্রান্তিতে না পড়তে সিএইচসিপিদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সিএইচসিপিদের চাকুরী অব্যাহত থাকবে। তাঁদের নিষ্ঠা ও শ্রমের ফলে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম সাফল্য পেয়েছে।
গ্রামের মানুষের চিকিৎসা ব্যাহত হতে পারে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে সিএইচসিপিদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ক্লিনিকের কাজ বন্ধ করে সেবায় ব্যাঘাত ঘটিয়ে হঠকারী কর্মসূচি চালানো সম্পূর্ণ অযৌক্তিক। কমিউনিটি ক্লিনিকের সাফল্য ম্লান হতে পারে এমন কোন কর্মসূচি গ্রহণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিএইচসিপিদের প্রতি প্রধানমন্ত্রী ও সরকার সংবেদনশীল। তাঁদের চাকুরী জাতীয়করণের বিষয়টি সরকার আন্তরিকতার সাথে বিবেচনা করছে।
এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রধান সমন্বয়ক ডাঃ মাখদুমা নার্গিসসহ সারা দেশ থেকে আগত সিএইচসিপিদের দশজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাসস