জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত মঙ্গলবার জেলা ইমাম সম্মেলন-২০১৬। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে। এতে ১৩ উপজেলার প্রত্যেকটি থেকে ২০ জন করে মোট ২৬০ জন ইমাম অংশ নেন।

এর আগে তাদের ছয়টি বিষয়ের ওপর ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। এই পরীক্ষার মাধ্যমে তিনজনকে জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়। তারা হলেন সদর উপজেলার কাতিয়ারচর বায়তুন নূর সোবহান মসজিদের ইমাম মো. ইসাম উদ্দিন, কটিয়াদী উপজেলার নোয়াপাড়া মসজিদের ইমাম মো. আবদুল বাতেন ও কিশোরগঞ্জ সদর মডেল থানা জামে মসজিদের ইমাম মো. মোস্তাফিজুর রহমান।

Similar Posts

error: Content is protected !!