কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জে আদালত চত্বরে প্রাইমারি শিক্ষিকা আতিয়া জাহান মৌ হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসী মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন করা হয়। পরে আদালত চত্বরে তারা মৌন মিছিলও করে। এতে নেতৃত্ব দেন নিহতের বোন আফরিন আলম সামিরা, খালা মমতাজ আরা, মার্জনা আক্তার, খালু আবুল বাসার সরকার, ফুফু আছিয়া আক্তার, ফুফা জালাল উদ্দিন, ফুফাতো বোন শারমিন শান্তা, জোহরা রুমা, সুমাইয়া রিমা, ফাতেমা জ্যোতি, জেরিন আক্তার প্রমুখ। এ সময় বেশ কয়েকজন আইনজীবী তাদের কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে মিছিলে যোগ দেন।
মিঠামইনের গোপদীঘি এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের ছাত্রী আতিয়া জাহান মৌকে (২৪) দুর্বৃত্তরা গত বছর ৬ নভেম্বর রাতে তাদের কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকার বাসায় একা পেয়ে পাষবিক নির্যাতনশেষে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা রওশন আরা কবিতা বাদী হয়ে গোপদীঘি এলাকার ইউসুফ হায়দার রিফাত, বত্রিশ এলাকার টিটু ও রাজিবসহ কয়েকজন অজ্ঞাত যুবককে আসামী করে সদর থানায় মামলা করেন। এর মধ্যে রিফাতকে সিআইডি পুলিশ আটক করে। বর্তমানে সে কারাগারে রয়েছে বলে জানা গেছে। অন্য দু’জন পলাতক। ফলে কর্মসূচি থেকে আসাসিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মামলাটি থানা থেকে সিআইডি পুলিশের কাছে ন্যস্ত করা হয়েছে।