পৌনে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সচল হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে রেল যোগাযোগ সচল হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে গচিহাটা স্টেশনের পাশে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস নামে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে কিশোরগঞ্জের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী একটি হাইড্রোলিক টুলভ্যান এসে প্রায় সোয়া ২ ঘণ্টা উদ্ধার কাজ করে রেল যোগাযোগ স্বাভাবিক করে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর