আমাদের নিকলী ডেস্ক ।।
কর ফাঁকির অভিযোগে অনেকদিন ধরেই স্পেনের আদালতে যাওয়া আসা করছেন নেইমার। কর ফাঁকির অভিযোগটা গুরুতর বটে। কিন্তু সেদিকে থোড়াই কেয়ার বার্সেলোনার এই তারকা খেলোয়াড়ের! তাই তো এবারে খবরের শিরোনাম হলেন বিমান কিনে।
ব্রাজিল অধিনায়ক নেইমার কেসান-৬৮০ মডেলের একটি জেট বিমান কিনেছেন। এটি কিনতে তার খরচ হয়েছে ৯ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার। শুক্রবার স্পেনের গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের টাকায় নেইমারের বিমানের দাম ৭১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা (প্রতি ডলার=৭৮ টাকা হিসেবে)।
ও’গ্লোবো নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বির পার্টিসিপেকোয়েস নামের একটি কোম্পানির কাছ থেকে কিস্তিতে বিমানটি কিনেছেন নেইমার। কেসান-৬৮০ বিমানটি মধ্যম আকৃতির বিজনেস জেট, যেটিতে এক সঙ্গে ভ্রমণ করতে পারেন ১২ জন।
বার্সেলোনা তারকা নেইমারের চড়া দামে বিমান কেনার খবরটি এমন এক সময় এলো যখন কর ফাঁকি দেয়ার নানান অভিযোগে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাকে। গত ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান ফেডারেল জাস্টিস তার অ্যাকাউন্ট জব্দ করার আদেশ দেন। যাতে করে কর ফাঁকির মামলায় নেইমার দোষী সাব্যস্ত হলে জরিমানা আদায় সহজ হয়।
ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে মোট ১৬ মিলিয়ন মার্কিন ডলার কর ফাঁকি দিয়েছেন সেলেসাও অধিনায়ক। নিজ দেশের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যাওয়ার সময়কালে কর ফাঁকি দেওয়ার এই ঘটনা ঘটে।
২৪ বছর বয়সী তারকা ফুটবলার এবারই অবশ্য প্রথম বিমান কিনলেন না। বার্সেলোনার এই ফরোয়ার্ড একটি বিমানের মালিক ছিলেন আগে থেকেই। এছাড়া একটি হেলিকপ্টার ও একটি ইয়টও আছে তার। তার হেলিকপ্টারটির দামই ৩ দশমিক ৮ মিলিয়ন ডলার!
সূত্র : ডেইলিনিউজ