লোডশেডিংয়ে বাজিতপুরে জনজীবন বিপর্যস্ত

nikli bajitpur biddut

মো. আরিফুল ইসলাম (বাজিতপুর সংবাদদাতা) ।।
বৈশাখের মাঝামাঝিতে প্রচণ্ড গরমের মধ্যে গত কয়েকদিন যাবত পিডিবির লোডশেডিং বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র গরমের মধ্যে লোডশেডিং মাত্রাতিরিক্ত বাড়ায় অসহনীয় হয়ে উঠেছে বাজিতপুরবাসীর জীবন। এতে করে সাধারণ মানুষ ও গ্রাহকদের মাঝে বিরাজ করছে তীব্র অসন্তোষ।

গত কয়েকদিন যাবত বাজিতপুর উপজেলার পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নে বিপিডিবি’র সরারচর কেন্দ্রের আওতাধীন প্রায় ১৮ হাজার গ্রাহকের সাথে চলছে বিদ্যুতের ভেল্কিবাজি। আবহাওয়া ভালো থাকলেও গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন গড়ে প্রায় ৮-১০ ঘন্টা। এতে করে নিয়মিত বিদ্যুত না পাওয়ায় উপজেলার বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো টেলিকম ও মেকানিক্যাল ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কাজ করতে বেকায়দায় পড়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাচালীন সময় লোডশেডিংয়ের কারণে পরিক্ষার্থীসহ পড়ালেখায় ক্ষতি হচ্ছে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল শ্রেনীর ছাএ-ছাত্রীরা। এর সাথে সাথে ঠিকমত বিদ্যুত না থাকায় গরমজনিত নানান রোগে ভুগছে বাজিতপুরবাসী। বিশেষ করে বয়স্ক ও শিশুরা। এরকম লুকোচুরি আর ভেল্কিবাজি থেকে মুক্তির জন্য স্থানীয় কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে বাজিতপুরের বিপিডির গ্রাহকরা।

Similar Posts

error: Content is protected !!