কলেজছাত্রী অপহরণের ৩০ ঘণ্টা পর উদ্ধার : গ্রেফতার ১

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ শ্রেণীর ছাত্রী অপহরণের ৩০ ঘণ্টার পর পুলিশের সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে। এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, হোসেনপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী জুলেকা বেগম (২০) ও তার সহপাঠি মোঃ রানা মিয়া (২২) কিশোরগঞ্জ নেহাল পার্কে বেড়াতে যাওয়ার পথে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের রামপুর বাজারের পাশে গত ২৭ এপ্রিল বিকেলে অপহৃত হয়। অপহরণকারীরা তাদের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জুলেখার পিতা-মাতার কাছে মোবাইল ফোনে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। পুলিশ মোবাইল ফেনের সূত্র ধরে দীর্ঘ ৩০ ঘণ্টা পর গত ২৮ এপ্রিল রাতে পুলিশের সাঁড়াশি অভিযানে রামপুর বাজারের পাশে নরসুন্দা নদীর পাড় থেকে কলেজ ছাত্রীকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত মোঃ বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মেয়ে ফিরে পেয়ে পরিবারের সস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নান্নু মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশের অভিযানে কলেজছাত্রী উদ্ধারসহ অপহরণকারী এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Similar Posts

error: Content is protected !!