নিজস্ব সংবাদদাতা ।।
আড়ম্বরের মধ্য দিয়ে নিকলী উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। কিশোরগঞ্জ অটো টেম্পু, অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের আওতাধীন নিকলী উপজেলা শাখার ব্যানারে আজ রোববার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি চলাকালে এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম র্যালিতে যোগ দেন।
উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র্যালিটি সমাবেশে রূপ নেয়। বক্তব্য রাখেন সংগঠনটির আহবায়ক ছোটন মিয়া, সাবেক সভাপতি মূর্শেদ উদ্দিন, সাবেক সম্পাদক উসমান গণি, আবু তাহের, জামাল উদ্দিন প্রমুখ। বক্তব্যে শ্রমিক নেতারা উপজেলার দেবে যাওয়া কামালপুর ব্রীজ মেরামত, করিমন নসিমন নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখিত দাবি চেয়ে সংকট নিরসনে শ্রমিকদের আশ্বস্ত করেন। দুপুরে সংগঠনটির নতুন বাজার কার্যালয়ে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেয়।