তৃতীয়বারের মতো মা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। বুধবার (৪ মে) বিকেলে নতুন অতিথির মুখ দেখেন তিনি।
ন্যান্সির স্বামী জায়েদ জানান, ময়মনসিংহ শহরের ডেলটা হেলথ কেয়ার হাসপাতালে বিকেল ৩টা ১০ মিনিটে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ন্যান্সি। মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন। নবজাতিকার নাম এখনও ঠিক করা হয়নি।
এদিকে ন্যান্সির দুই মেয়ে রোদেলা ও নায়লা নতুন বোনকে কোলে পেয়ে উচ্ছ্বসিত। নতুন অতিথির আগমনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পীর পরিবারের পাশাপাশি আনন্দের বন্যা বইছে জায়েদের পরিবারেও।