মঙ্গলে নতুন জীবাশ্মের সন্ধান দিল কিউরিসিটি

মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে এমনই অনুমান করছে মার্স কিউরিসিটি রোভারস। কারণ মঙ্গলের কঠিন পাথরে এমন কিছু জীবাশ্ম পাওয়া গেছে যা দেখতে কিছুটা কুমিরের মতো।

কিউরিসিটির জ্যোর্তিবিজ্ঞানী জো হোয়াইট লক্ষ্য করেছেন কুমিরের মতো দেখতে কিছু জীবাশ্ম ছড়িয়ে রয়েছে চারদিকে।

বিজ্ঞানীরা মনে করছেন, বস্তুটি হয় জীবাশ্ম  অথবা ফ্রোজেনে পরিণত হয়েছে।

যদিও প্রশ্ন উঠছে, ২.৫ বিলিয়ন মার্কিন ডলার খরচা করে মঙ্গলে পাঠানো হয়েছে কিউরিসিটিকে, যেখানে স্বাভাবিকভাবেই প্রত্যাশা নতুন খবরে সন্ধান আনার। তাই ছবিগুলো বিষয়ে সরকারিভাবে নাসার তরফ থেকে কিছু জানানো হয়নি।

সূত্র : জি নিউজ

Similar Posts

error: Content is protected !!