সিনেমা ছেড়ে ভিখারি হয়ে ওঠা নায়িকার গল্প

nikli film mitali

আমাদের নিকলী ডেস্ক ।।

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মঘাতী হওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের এক ধাক্কা মুম্বাইয়ের গ্ল্যামার জগতে। শহরের রাস্তায় ভিক্ষা করতে দেখা যায় ভোজপুরি সিনেমার এক অভিনেত্রীকে। মিতালি শর্মা নামে ওই অভিনেত্রীকে চুরির অভি‌যোগে গ্রেপ্তার করে পুলিশ।
nikli film mitali
গত মাসের শেষের দিকে মুম্বাইয়ের রাস্তায় এক নারীকে অস্বাভাবিক আচরণ করতে দেখে তাড়া করেন ওশিওয়াড়া থানার পুলিশকর্মীরা। পুলিশের দাবি লোখন্ডওয়ালা এলাকায় ভিক্ষা করার আড়ালে হাত সাফাই করছিল সে। পাকড়াও করতে পুলিশ কর্মীদের গালি-গালাজ করতে থাকে মেয়েটি। গায়ে ছিল নোংরা ছেঁড়া কাপড়। এমনকী নারী পুলিশকর্মীর হাত কামড়ে পালানোর চেষ্টা করে সে। রাস্তায় এসব হট্টগোলের মধ্যেই জড়ো হয়ে ‌যায় উৎসাহী জনতা।

কিছুক্ষণ পর তারাই চিনতে পারে মিতালি শর্মাকে। পেশায় মডেল ও অভিনেত্রী মিতালির বাড়ি দিল্লিতে। বাড়ির লোকেদের অমতে মুম্বাই আসায় পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। বেশ কিছু মডেলিং ও কয়েকটি ভোজপুরি ছবিতে কাজ করেছেন তিনি।  গত কয়েক মাস তাঁর কাছে কাজ না-থাকায় আর্থিক অনটন চরমে পৌঁছয়। তাতেই তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে মনে করা হচ্ছে। মিতালিকে মানসিক হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ

Similar Posts

error: Content is protected !!