কলা খাওয়া ও মোজা পরার দৃশ্য নিষিদ্ধ করলো চীন

china banana eating nikli

আমাদের নিকলী ডেস্ক ।।

বিকৃত সুড়সুড়ি দেয়ার ভঙ্গীতে কলা খাওয়ার দৃশ্য ‘লাইভ’ অনলাইনে দেখানো নিষিদ্ধ করেছে চীনের বেশ কিছু ওয়েবসাইট।

চীনের ‘নিউ এক্সপ্রেস’ পত্রিকাকে উদ্ধৃত করে বিবিসি মনিটরিং এ খবর জানাচ্ছে।

শুধু ‘কলা খাওয়ার’ দৃশ্য নয়, মোজা পরা এবং এরকম আরও অসঙ্গত বিকৃত উত্তেজক কোন কিছুর দৃশ্য লাইভ স্ট্রিমিং করার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
china banana eating nikli
গত এপ্রিলে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় বেশ কিছু জনপ্রিয় ‘লাইভ স্ট্রিমিং’ সাইটের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এসব সাইটে অশ্লীল এবং সহিংস ভিডিও দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছিল। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় মনে করছে এর ফলে সমাজের নৈতিক অবক্ষয় হতে পারে।

তবে সরকারের এসব পদক্ষেপ সত্ত্বেও চীনে এ ধরনের সাইটগুলোর জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে সেসব সাইটের, যেখানে ওয়েবক্যামের সামনে তরুণীরা নানা অঙ্গ-ভঙ্গী করে তাদের পুরুষ দর্শকদের বিনোদন দেয়ার চেষ্টা করে।

তবে ‘কলা খাওয়ার’ দৃশ্যের ওপর নিষেধাজ্ঞার খবরে চীনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

“কিভাবে কলা খেলে সেটা বিকৃত সুড়সুড়ি আর কিভাবে খেলে নয়, সেটা কে ঠিক করবেন?”, জানতে চেয়েছেন একজন।

আরেকজনের প্রশ্ন, ‘পুরুষরা কি তাদের কলা খাওয়ার দৃশ্য লাইভ স্ট্রিমিং করতে পারবে?

কেউ কেউ মন্তব্য করেছেন, কলা খাওয়া নিষিদ্ধ হওয়ার পর এখন হয়তো তারা ভিন্ন পথ খুঁজবে। ‘কেউ যদি শসা খায়, তখন কি হবে? আরেকজনের প্রশ্ন।

সূত্র : বিবিসি বাংলা, ৬ মে ২০১৬

Similar Posts

error: Content is protected !!