নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী সদর ইউনিয়নের ষাইটধার পশ্চিমহাটি গ্রামের মোঃ তাহের মিয়ার ছেলে হাবলু কাল বিকাল সাড়ে ৪টায় বৈদ্যুতিক তারে শক খেয়ে গুরুতর আহত হয়। পাশের বাড়ির হাজী মো: নুরুল আমীনের বাড়ির উঠানের আম গাছে এ ঘটনা ঘটে।
গাছের ওপর দিয়েই পল্লী বিদ্যুতের তার বয়ে গেছে এবং ওই আমগাছ থেকে আম পারার সময়েই হাবলু বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে গাছের আশেপাশের মানুষ তাকে বাঁশ দিয়ে তার থেকে আলাদা করার চেষ্টা করলে সে গাছ থেকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক হাবলুকে নিকটবর্তী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আম পারার জন্য গাছের মালিক তাকে গাছে উঠিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে পূর্ণ চিকিৎসা না থাকায় আজ সকাল প্রায় ১০টায় তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আলাপকালে জানা যায়, ছেলেটির চিকিৎসার ব্যয়ভার হাজী মো: নুরুল আমীন নিজেই বহন করছেন।