ভৈরবে ৬টিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

nikli up result

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ শনিবার ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টিতে আওয়ামী লীগ ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কালিকাপ্রসাদ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মো. ফারুক মিয়া, শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগ শফিকুল ইসলাম, শিমুলকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জুবায়ের আলম, গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী গোলাম সারোয়ার গোলাপ (প্রতীক-আনারস), শ্রীনগর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু তাহের, সাদেকপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবু বক্কর সিদ্দিক, আগানগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মোমতাজ উদ্দিন জয়লাভ করেছেন।

সূত্র : বাংলানিউজ

Similar Posts

error: Content is protected !!