আমাদের নিকলী ডেস্ক ।।
আজ শনিবার শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই বাংলাদেশে শবে বরাত পালিত হবে ২২ মে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ ঘোষণা দেয়া হয়। এর ফলে ২৩ মে সরকারি ছুটি থাকবে।
সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী সাংবাদিকদের বলেন, “আজ শাবান মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র শবে বরাত হবে ২২ মে।”
সে হিসেবে সোমবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। এই মাসের পঞ্চদশ রাতে শবে বরাত পালিত হয়।
শবে বরাতের রাতে ধর্মপ্রাণ মুসলমানরা রাতব্যাপী নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগি করে থাকেন।