কুলিয়ারচরে ২টি আ’লীগ, ২টি স্বতন্ত্র, ২টি স্থগিত

nikli up result

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল শনিবার ৭ মে। এর মধ্যে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ২টি ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়। বাকি ৪টি ইউনিয়নের ২টিতে আওয়ামীলীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।

কুলিয়ারচর উপজেলার ৪নং উসমানপুর ইউনিয়নে মো: নিজাম ক্বারী নৌকা প্রতীকে এবং ৭নং ফরিদপুর ইউনিয়নে মো: শাহ আলম নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: আব্বাস উদ্দিন চশমা প্রতীকে এবং ৬নং সালুয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ মো: মাহবুবুর রহমান আনারস প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। জানা যায়, স্বতন্ত্র প্রার্থী দু’জনই আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।

এদিকে, ব্যালট পেপার হারানো ও ছিনতাইয়ের অভিযোগে ২নং রামদী ইউনিয়ন এবং ছয়সূতী ইউনিয়নের ২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এজন্য উক্ত ২টি ইউনিয়নের ফলাফল বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

 

সরেজমিনে কুলিয়ারচর নির্বাচন : ভোট নয় লুটের উৎসব

Similar Posts

error: Content is protected !!