কিশোরগঞ্জের সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ

PIB training nikli

নিজস্ব প্রতিবেদক ।।
সাংবাদিকতার পেশা বিকাশের লক্ষে এবং উন্নতমানের বস্তুনিষ্ঠ সংবাদ খবরের কাগজে পরিবেশনের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে কিশোরগঞ্জ জেলার নিকলী, কটিয়াদী, তাড়াইল, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও ভৈরব উপজেলার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে তিনদিনের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থীদের মাঝে সংবাদের বৈশিষ্ট্য উপাদান, তথ্য সংগ্রহের উপায় সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন অনুসন্ধানী প্রতিবেদন তৈরিসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন শবনম আজিম (সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়), শাকিল আহমেদ (হেড অব আউটপুট, ৭১ টেলিভিশন), রহমান মুস্তাফিজ (পরিচালক, মিডিয়া, উত্তরা ইউনিভার্সিটি), আবু রুশদ মোঃ রুহুল আমিন (সিনিয়র বার্তা সম্পাদক, বাংলাবভিশন), মোঃ জাহাঙ্গীর হোসেন (পরিচালক, অধ্যয়ন ও প্রশিক্ষণ পিআইবি), তানিয়া পারভীন (সহকারী প্রশিক্ষক, পিআইবি), মীর মারুফ জামান (বার্তা সম্পাদক, চ্যানেল আই) প্রমুখ।

PIB training nikli

Similar Posts

error: Content is protected !!