খালিয়াজুরীর এসএসসি ফলাফল, এ+ ২

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা ।।

এসএসসি পরীক্ষার্থীদের অধীর আগ্রহ আর অপেক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার প্রকাশিত হলো এসএসসি ২০১৬ শিক্ষাবর্ষের ফলাফল। নেত্রকোনা জেলার দুর্গম প্রত্যন্ত খালিয়াজুরী উপজেলার প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলাফলকে ঘিরে বিরাজ করছিল আবেগ আর উচ্ছাস। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় খালিয়াজুরী উপজেলায় ২ জন এ+ পেয়েছে। দুজনই শালদীঘা জিজি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

উপজেলায় রয়েছে দু’টি পরীক্ষা কেন্দ্র। উপজেলার কৃষ্ণপুর পরীক্ষা কেন্দ্রে, কৃষ্ণপুর এএপি উচ্চ বিদ্যালয় থেকে ৭৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ৬৮ জন। শতকরা পাসের হার ৯১.৮৯%। আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ জন অংশগ্রহণ করে পাস করে ৫০ জন। শতকরা পাসের হার ৮৪.৭৫%। কুতুবপুর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ৪৪ জন অংশগ্রহণ করে পাস করে ৩৬ জন। পাসের হার ৮১.৮২। কেন্দ্রের বাঘাটিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করে ২৭ জন। শতকরা পাসের হার ৯০.০০%।

উপজেলার খালিয়াজুরী পরীক্ষা কেন্দ্রের শালদীঘা জিজি উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১০২ জন। পাস করে ৭০ জন। শতকরা পাসের হার ৬৮.৬৩%। খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ৪৩ জন পাস করে ২৪ জন। পাসের শতকরা হার ৫৫.৮১%। সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩৫ জন পাস করে ২৮ জন। পাসের হার ৮০.০০%। পাঁচহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী সংখ্যা ১৭ জন পাস করে ১০ জন। শতকরা করা পাসের হার ৫৮.৮২।

আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিয়া আক্তার সরকার বলেন, আমরা আন্তরিক ভাবেচেষ্ঠা করে যাচ্ছি। দিন দিন ফলাফলে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। আশা করি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন একত্রে কাজ করলে আগামী দিনে আমরা আরো ভালো করবো।

Similar Posts

error: Content is protected !!