মহাস্থানগড়ে পালিত হচ্ছে বৈশাখী মেলা

mohasthan mela nikli

মহাস্থান (বগুড়া) সংবাদদাতা ।।
বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে বৈশাখী মেলা। আইনশৃঙ্খলায় মোতায়েন থাকবে র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য। মহান অলি হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (র:) ইতিহাসকে স্মরণ করে প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বগুড়া জেলার ঐতিহাসিক মহাস্থানগড়ে বিনা প্রচারণায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য বিশাল মিলনমেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহ সুলতান ও পশুরাম-এর ইতিহাসকে ঘিরে প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলাটি উদযাপিত হয়ে থাকে। এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে নানা রংঙের আলোকসজ্জা। ইতিমধ্যে জটাধারী বাউল ফকির সন্ন্যাসীরা মহাস্থানগড়ে আগমন শুরু করেছে। মেলার দিনটিতে এখানে লাখো লাখো মানুষের ঢল নামে আর রাতে জ্বিন পরী আর ইনছানদের মধ্যে একাকার হয়ে যায়।

mohasthan mela nikli

ইতিমধ্যে সাধু-সন্ন্যাসীরা মহাস্থানে তাদের আস্তানা গেঁড়ে বসতে শুরু করেছেন। বাউল ফকির দরবেশ আর সন্ন্যাসীরা সারা দিন রাত মারফতি জারী সারিগানে মগ্ন থাকবে। অন্যদিকে মুসল্লিরা সারারাত জেগে ইবাদত বন্দেগি করবেন। শিবগঞ্জ থানা অফিসার ইনর্চাজ এস এম আহসান হাবিব জানান, শেষ বৈশাখী মেলা সফল করতে সকল প্রকার প্রস্ততি গ্রহণ করা হয়েছে। মাজার এলাকায় কোনো অনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না। অপরদিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বোরহানউদ্দিন মাজার এলাকায়, মেহগুনি বাগান, দুধ পাথর এলাকায় জটাধারী গঞ্জিকাসেবীদের গাঁজা সেবন করতে দেখা গেছে।

Similar Posts

error: Content is protected !!