লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা ।।
সারাদেশের ন্যায় লাখাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর লাখাইয়ে এসএসসিতে ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭২৮ জন; যার পাসের হার শতকরা ৮৯.৭১। দাখিলে অংশগ্রহণকারীর সংখ্যা ৭৫; উর্ত্তিন ৫৯ জন যা, পাশের হার শতকরা ৭৮.৬৬। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবছর বামৈ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হয়েছে। মুড়াকরি ১১৪ জনের মধ্যে ৯৫, কৃষ্ণপুর ৩৬জনের মধ্যে ২৯, কালাউক ৭৪জনের মধ্যে ৭২, মুড়িয়াউক ৫২জনের মধ্যে ৪৫, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ৬৯ জনের মধ্যে ৬১, রাঢ়িশাল ১৭৬ জনের মধ্যে ১৫৭, ভবানীপুর ৬০জনের মধ্যে ৫২, তেহরিয়া ২৫ জনের মধ্যে ২৫জন। এর মধ্যে ১২ জন শিক্ষার্থী পেয়েছে এ প্লাস। মাদ্রাসা জিরুন্ডা ৫২ জনের মধ্যে ৩৯জন, করাব ২৩ জনের মধ্যে ২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।